Bayern Munich-1Others Sports 

ইউরোপীয় ফুটবলে সোনার বুট লেয়নডস্কির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেরা লেয়নডস্কি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে টেক্কা দিয়ে ইউরোপীয় ফুটবলে সোনার বুট জয়ী হলেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেয়নডস্কি। উল্লেখ করা যায়, ৩৩ বছর বয়সি লেয়নডস্কি গত মরসুমে বুন্দেশলিগার ২৯ ম্যাচে ৪১টি গোল করেছেন। এক মরসুমে গার্ড মুলারের সর্বোচ্চ গোল করার নজিরও ভাঙলেন। এই সম্মান প্রাপ্তির পর তিনি জানিয়েছেন, ভাল খেলার তাগিদ আরও বাড়িয়ে দেবে।

Related posts

Leave a Comment