সাগরমেলার বর্জ্য থেকে তৈরি হবে নানা সরঞ্জাম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাগরমেলার বর্জ্য থেকে তৈরি হবে রকমারি পণ্য। গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন কর্তৃপক্ষ (জিবিডিএ) বর্জ্য থেকে বিভিন্ন ধরণের ঘর সাজানোর পণ্য তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সূত্রের খবর, সদ্য শেষ হওয়া গঙ্গাসাগর মেলা থেকে সংগৃহীত পচনশীল ও অপচনশীল বর্জ্যকে আলাদা করার পরে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে জানা যায়, ইতিমধ্যে এই কাজ শুরু হয়েছে। বিভিন্ন পণ্য তৈরির পাশাপাশি পচনশীল বর্জ্য থেকে সার তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়াও জিবিডিএ’র পণ্য বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে।
সূত্রের আরও খবর, শক্ত বর্জ্য সংগ্রহের জন্য চেমাগুড়ি, নামখানা, কচুবেড়িয়া, লট ৮ ও বেনুবন সহ বিভিন্ন স্থানে একাধিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। কয়েকশো শ্রমিককে মেলা প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিযুক্তও করা হয়েছে। এবিষয়ে আরও জানা গিয়েছে, ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই সমস্ত জায়গা থেকে ১৬৭ মেট্রিক টন আবর্জনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১২২ মেট্রিক টন পচনশীল বর্জ্য। বাকি ৪৫ মেট্রিক টন অপচনশীল। এছাড়াও ১৬০ কেজি ব্যবহৃত মাস্ক এবং স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করা হয়েছে। জিবিডিএ’র কর্মকর্তারা আরও জানিয়েছেন, এসব বর্জ্য পুনর্ব্যবহার করে বিভিন্ন রকমারি জিনিস তৈরি করা হবে।

