asansolOthers 

আসানসোল শহরের সৌন্দার্যায়নে অভিনব যাত্রী প্রতিক্ষালয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আসানসোল শহরের সৌন্দার্যায়ন বৃদ্ধি করা হয়েছে। শহরে পুরনো যাত্রীশেডগুলি এখন নেই। সূত্রের খবর, বাতানুকুল যাত্রী প্রতিক্ষালয় নির্মিত হয়েছে। বিদেশী আদলে ১২ টি শীততাপনিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয় বানানো হয়েছে শহর জুড়েই ।স্থানীয় সূত্রের খবর,ঝকঝকে নিয়ন আলো সহ ছবি দেওয়া প্রতিক্ষালয় দেখে শহরবাসী বেশ খুশি। আসানসোলের তাপমাত্রা অনেকটাই উষ্ণ। গরমকালে তাপমাত্রা ওই এলাকায় আরও বেড়ে যায়। আবার বৃষ্টির আনুপাতিক হারও এখানে বেশি থাকে। এটি শহরের সৌন্দার্যায়ন বৃদ্ধি ছাড়াও প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই যাত্রী প্রতিক্ষালয়।

জানা গিয়েছে, আসানসোলের রাহা লেনে তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের যাত্রী প্রতিক্ষালয়।এয়ারপোর্টে যে ধরনের পরিবেশ থাকে ঠিক সেই আদলে। শীততাপনিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়ের বা এসি বাসস্ট্যান্ডের লাগোয়া একটি ওয়াটার এটিএম এবং পুরুষ ও মহিলাদের ব্যবহারের জন্য শৌচাগারও তৈরি হয়েছে।স্থানীয় সূত্রের আরও খবর, আসানসোলে রাস্তার ধারে নির্মিত হচ্ছে এখন বিশেষ ধরণের যাত্রীশেড। ক্যাফেটেরিয়া বলা হচ্ছে এটিকে।
বরাকর থেকে আসনসোল ও রানিগঞ্জের জিটি রোড ধরে ১০টি ক্যাফেটেরিয়া তৈরি হবে বলেও জানা গিয়েছে। আসানসোলের উষাগ্রাম মোড়ে একটি ক্যাফেটেরিয়া তৈরি হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়,আধুনিক এই যাত্রীশেডের গ্রাউন্ডফ্লোরে বাসের জন্য অপেক্ষায় থাকবেন যাত্রীরা। আবার অনেক সময় অপেক্ষার থাকলে দ্বিতলে যাওয়াও যেতে পারে। সেখানে টেবিল চেয়ারে বসার ব্যবস্থা সহ চা, কফি ও স্ন্যাক্সের আয়োজন থাকবে। মোট ২ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে ক্যাফেটারিয়াগুলি তৈরি হচ্ছে শহর জুড়ে,এমনও জানা গিয়েছে।

Related posts

Leave a Comment