স্বাস্থ্যসাথী প্রকল্প পরিষেবার একনজর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্বাস্থ্যসাথী প্রকল্পের একনজর। জেনে নিতে পারেন কারা পাবেন এই প্রকল্পের সুবিধা। রাজ্য সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে বলা হয়েছে- যে কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন। যদি না তিনি কোনও সরকারি বিমা বা স্কিমের অধীন থাকেন। সরকার থেকে চিকিৎসা ভাতা পেলে তা পাওয়া যাবে না। পূর্বে এই ভাতা পেতেন সরকারি কাজ করেন অথচ সরাসরি সরকারি পে-রোলে বেতন পান না তাঁরাই । মূলত তাঁদের ২০১৬ সাল থেকে স্বাস্থ্যসাথীর অধীনে আনা হয়েছে। এরপর অসংগঠিত ক্ষেত্রের নানা পেশার মানুষকে এর অধীনে আনা হয়। বয়স ও আয়ের ঊর্ধ্বসীমা হল – যে কোনও বয়স ও পেশা এবং আয়ের মানুষ ইচ্ছা করলে প্রকল্পের অধীন আসতে পারেন। সরকারি স্কিমে না হলে সমস্যা নেই। কর্পোরেট স্বাস্থ্যবিমা থাকলে আইনি বা প্রশাসনিক কোনও সমস্যা নেই। ব্যক্তিগত স্বাস্থ্যবিমা থাকলে পরিবারের না থাকলে পরিবারের জ্যৈষ্ঠ মহিলার নামে স্বাস্থ্যবিমার কার্ড করা যেতে পারে।
যদি কেউ সরকারি স্কিমের স্বাস্থ্যবিমায় থাকেন তাহলে স্বয়ংক্রিয় ভাবে নাম বাদ যাবে। পরিবারের কতজন এই বিমার অধীনে আসতে পারবেন,সে বিষয়ে জানানো হয়েছে যে,এর কোনও ঊর্ধ্বসীমা নেই। মহিলা সদস্যের বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির সব সদস্য এর অধীন আসতে পারবেন। মোট বিমাকৃত অঙ্ক হল- ৫ লক্ষ টাকা। আবার কোনও পরিবারে মহিলা সদস্য না থাকলে পুরুষের নামে হবে এই কার্ড। বে-সরকারি হাসপাতালে ভর্তি হওয়া যাবে। সূত্রের খবর,প্রায় ১৬০০ বে-সরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী-র অধীনে রয়েছে। ভিন রাজ্যেও এই পরিষেবা মিলবে বলে জানা গিয়েছে। তবে বাছাই করা সরকারি ও বে-সরকারি হাসপাতালে এই সুযোগ পাওয়া যাবে বলে জানা যায়। এই সংক্রান্ত বিষয়ে বিশদে জানতে সরকারিভাবে টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে তা হল-৮০০৩৪৫৫৩৮৪।

