election and bengalBreaking News Others Politics 

বঙ্গ রাজনীতির রঙ্গ শুরু !

বঙ্গের ভোট রাজনীতি শুরু। লোকসভা-২০২৪ দিনক্ষণ ঘোষণা বাকি। তবে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির রঙ্গ শুরু হয়ে গিয়েছে। প্রার্থী ঘোষণা সব দলের এখনও হয়নি। কোনও দল আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ভোটের মুখে সিএএ লাগু হওয়ায় খুশি মতুয়াদের একাংশ। শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করা হয়েছে। মুসলিম নাগরিকদের ওপর কোনও প্রভাব পড়বে না বলে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ। প্রার্থী হতে না পেরে আক্ষেপের সুরও শোনা যাচ্ছে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। রং-তুলির টান পড়ছে দেওয়ালে দেওয়ালে। বিষ্ণুপুর(এসসি)লোকসভা আসনে তৃণমূল প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে। সেখানে বিজেপি-র প্রার্থী সৌমিত্র খাঁ। বুঝতেই পারছেন রাজনীতির লড়াইটা কোথায় পৌঁছে গিয়েছে । সন্দেশখালির উত্তপ্ত মাটিকে সামনে রেখে বসিরহাটের তৃণমূল প্রার্থী হলেন হাজি নুরুল ইসলাম। বহরমপুরে অধীর গড়ে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে।
বিদ্রোহ করে বেঁকে বসেছেন ভারতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ব্যারাকপুর লোকসভায় রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক তৃণমূলের প্রার্থী হতেই পদ্মমুখী হতে চলেছেন অর্জুন সিং। বাংলার ৪২ আসনে প্রার্থী ঘোষণা হল তৃণমূলের। বিক্ষোভ-বিদ্রোহ অল্প বিস্তর চালু। হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের মুখোমুখি হচ্ছেন আর এক অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। লড়াই যে সমানে সমানে তা আর বলার অপেক্ষা রাখে না।
আসন সমঝোতা নিয়ে এখনও অবধি কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সিপিএম-কংগ্রেস। বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে দল-বদলের ঘটনা বড় অভিনব। উপভোগ করার মানুষও রয়েছে। ভোটের দিন ঘোষণা হওয়ার পর বা তারপর আরও কতো খবর সামনে আসবে সেদিকে চোখ থাকুক। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment