india-bhutan rail serviceBreaking News Others 

ভুটানের সঙ্গে রেল-পরিষেবা ভারতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভুটান রাজ্যের সঙ্গে রেলপথ জুড়তে চাইছে ভারত। বাণিজ‍্যিক সম্পর্ক দৃঢ় করতে এই প্রয়াস বলে জানা গিয়েছে। অসম রাজ্যের কোকড়াঝাঁর থেকে ভুটানের গ্যালিফু পর্যন্ত রেললাইন বসানোর প্রচেষ্টা রয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, পণ্যবাহী ট্রেন পরিষেবায় বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে ভুটানের সঙ্গে ভারতের রেল যোগাযোগ স্থাপন করার পরিকল্পনা।

উল্লেখ করা যায়, বাংলাদেশের সঙ্গে রেল-পরিষেবা শুরু করেছে ভারত। পণ্যবাহী এবং যাত্রীবাহী রেল-পরিষেবা শুরু হয়েছে। এরপর ভারতের নিকট তম প্রতিবেশী দেশ ভুটানেও রেল-পরিষেবার ক্ষেত্রটি চিন্তা-ভাবনা শুরু করেছে ভারতীয় রেল। এক্ষেত্রে জানা যায়,রেলপথে ভুটানের সঙ্গে মোট ৩টি রুটে যোগাযোগ স্থাপন করে প্রাথমিকভাবে বাণিজ্যিক উন্নয়নের দিকে নজর দেবে ভারত।

রেল সূত্রে আরও জানানো হয়েছে,পণ্যবাহী ট্রেন পরিষেবা সফল হলে ৩টি রুটে যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হবে। পরবর্তী সময়ে সড়কপথ ছাড়াও দুই দেশের পর্যটকরাও আন্তর্জাতিক রেল পরিষেবা পেতে পারবেন। দুই দেশের যাতায়াতের ক্ষেত্রেও পথ-প্রশস্ত হবে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের পক্ষ থেকে জানা যায়, প্রাথমিকভাবে অসমের কোকড়াঝাঁর থেকে ভুটানের গ্যালিফু পর্যন্ত ৪৮ কিলোমিটার রেলপথ শুরু করা হবে। এই সংক্রান্ত বিষয়ে প্রাথমিক সমীক্ষার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের হাসিমারা থেকে ভুটানের ফুন্টসোলিং পর্যন্ত রেলপথ সংযোগ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

অসমের কোকড়াঝাঁর থেকে ভুটানের সামদ্রুপজংখা পর্যন্ত রেল রুট তৈরি করারও পরিকল্পনা গ্রহণ করছে ভারতীয় রেল। বাণিজ্যিক বিষয় ছাড়াও দু-দেশের পারস্পরিক সম্পর্ক তৈরি হবে। আবার সামরিক দিক থেকেও রেলপথ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ সুদৃঢ় হবে বলে মনে করছেন অনেকেই। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment