বিধাননগর পুরসভা এলাকায় পরিচ্ছন্নতার ওপর নজরদারি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিধাননগর পুরসভা পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দিতে চলেছে। সূত্রের খবর, করোনা আবহে ও মশাবাহিত রোগে বিশেষত ডেঙ্গি প্রতিরোধে নজর বাড়াতে উদ্যোগী হচ্ছে। এক্ষেত্রে আরও জানা যায়, প্রতিটি ওয়ার্ডে জীবাণুনাশক ছড়ানো, মশা নিয়ন্ত্রণে ওষুধ স্প্রে করা-সহ মাইকে ঘোষণা করে সচেতনতার প্রচারে নজর দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, গত কয়েক বছরের তুলনায় ডেঙ্গির প্রকোপ এ বছর অনেক কম। পূর্ব অভিজ্ঞতার নিরিখে শিক্ষা নিয়ে অক্টোবর ও নভেম্বর মাসে এলাকা পরিচ্ছন্নতা ও প্রচারে বিশেষ নজর দেওয়া হয়েছে বলেও জানা যায়।

