Birat Kohli-2Others Sports 

টি-টোয়েন্টিতে বিরাট সাফল্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টি-টোয়েন্টিতে অধিনায়ক বিরাট কোহলির সাফল্য। অভিষেক হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে। ২০১৭ সালের ২৬ জানুয়ারি হয় এই ম্যাচ। ১৫০২ রান রয়েছে তাঁর। গড় ৪৮.৪৫, স্ট্রাইক রেট ১৪৩.১৮। একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে দ্বিপাক্ষিক সিরিজ জয়ী হয়েছেন তিনি। ২০২০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫-০, ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১, ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ও ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ রান রয়েছে তাঁর। ৩০ ইনিংসে এই সাফল্য। দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডুপ্লেসির চেয়ে এক ইনিংস কম নিয়েছিলেন তিনি।

Related posts

Leave a Comment