বীরভূমে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নির্দল হিসেবেই মনোনয়ন জমা দিলেন মনিরুল। বীরভূমে ভোটের লড়াই জমজমাট। স্থানীয় সূত্রের খবর, লাভপুরে বিধানসভা কেন্দ্রের জন্য নির্দল প্রার্থী হয়েই মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল-ত্যাগী বিজেপি নেতা মনিরুল ইসলাম। আবার অন্যদিকে নলহাটি কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন টিকিট না-পাওয়া বিদায়ী বিধায়ক মইনুদ্দিন শামস। এ বিষয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রার্থী না করার পিছনে রয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। কটাক্ষের সুরে ওই জেলার তৃণমূল সভাপতি বলেছেন, ‘এখন কি কোনও মানুষ নির্দলকে ভোট দেয়? ওদের ঠাঁট নেই, বাট নেই এবং বাড়িও নেই। ওদের কোনও কিছুতেই পাওয়া যায় না’।

