BJD-1Others 

ওড়িশার পঞ্চায়েত নির্বাচনে বিজেডি-র সাফল্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ওড়িশার পঞ্চায়েত ভোটে বিজেডি ঝড়। ওড়িশার পঞ্চায়েত নির্বাচনে বিজেডি-র সাফল্য। সূত্রের খবর, জেলা পরিষদের ৮২৯টি আসনের মধ্যে ৭৬৬টিই দখল করেছে শাসক দল বিজেডি। বিজেপি জয়ী হয়েছে ৪২টি আসনে। কংগ্রেসের দখলে ৩৭টি আসন। নির্দল ও অন্যান্য মিলিয়ে ৭টি আসনে জয়লাভ করেছে বলে জানা যায়। উল্লেখ করা যায়, ওড়িশায় জেলা পরিষদের প্রায় ৮৫২টি আসন। ২০১৭ সালে ওড়িশার পঞ্চায়েত ভোটের ফলাফলের নিরিখে দেখা গিয়েছে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দলের পক্ষে জনসমর্থন অটুট রয়েছে। সূত্রের আরও খবর, ২০১৭ সালে বিজেপি ওড়িশার জেলা পরিষদের ভোটে ২৯৭টি আসন পায়। এবার ৪২ আসনে নেমে এসেছে। ওই নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৬০টি আসন। এবার কংগ্রেস পেয়েছে ৩৭টি আসন। ৫ বছর পূর্বে ভোটে নির্দল ও অন্য ছোট দলগুলি ১৭টি আসন পেয়েছিল। এবার তাদের আসন অনেক কমে গিয়েছে।

Related posts

Leave a Comment