bjp and cpim flagOthers Politics 

ভোট শতাংশে বিজেপিকে টেক্কা বামেদের : বেশি আসনে জয়ী নির্দলই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুরভোটে তৃণমূলের পর সবথেকে বেশি আসনে জয়ী হল নির্দল প্রার্থীরাই ৷ ১০৪টি পুরসভার ফল ঘোষণা হতেই এই ছবি স্পষ্ট হয়েছে। ৪টি পুরসভায় বিনা লড়াইতে জয়ী হয়েছে তৃণমূল। সূত্রের খবর, এই নির্বাচনে মোট ৮৯টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা ৷ এইসব প্রার্থীদের বেশিরভাগই বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী ৷ তৃণমূল টিকিট না দেওয়ার ফলে নির্দল হিসেবেই তাঁরা ভোটে লড়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে যে তথ্য তুলে ধরা হয়েছে তাতে দেখা গিয়েছে, সবমিলিয়ে ১০৮টি পুরসভার ২২৭৬টি আসনে ভোট হওয়ার কথা ছিল ৷ যার মধ্যে ৪টি পুরসভার ১০৫টি ওয়ার্ডে বিনা লড়াইয়ে জয়ী হয় শাসক দল তৃণমূল ৷ ১টি ওয়ার্ডে পুনর্নিবাচন হবে ৷ ২১৭০টি ওয়ার্ডের ফলাফল বের হল ৷
২১৭০টির মধ্যে ১৮৬২টি ওয়ার্ডে জয়ী তৃণমূল ৷ বিজেপি জয়ী হয়েছে ৬৩টি ওয়ার্ডে ৷ বাম প্রার্থীরা জয়ী হয়েছে ৫৬টি ওয়ার্ডে ৷ কংগ্রেস পেয়েছে ৫৯টি আসন ৷ বাম, বিজেপি ও কংগ্রেসের তুলনায় নির্দলরা জয়ী হয়েছেন ৮৯টি আসনে ৷ কমিশনের তথ্যের নিরিখে নির্দলের প্রাপ্ত ভোটের সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ৯১।

অন্যদিকে ১০৮টি পুরসভা নির্বাচনে আসন সংখ্যার নিরিখে বিজেপি বেশ কিছুটা পিছিয়ে। ভোট শতাংশের হিসাবে বিজেপির থেকে অল্প এগিয়ে রয়েছে বাম শিবির । বামেদের দখলে মোট ৫৬টি আসন। তবে শতাংশের বিচারে বিজেপির প্রাপ্ত ভোট ১৩.৪২ শতাংশ। বামেদের প্রাপ্ত ভোট ১৩.৫৭ শতাংশ। ১টি মাত্র পুরসভা পেয়েছে বামেরা। নাদিয়া জেলার তাহেরপুর পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাম শিবির । এই পুরসভার মোট ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে জয় পেল বামফ্রন্ট। ৫ টিতে জয়ী হয়েছে তৃণমূল। গত পুরসভা নির্বাচনে এই পুরসভাটি বামফ্রন্টের দখলে ছিল। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment