পড়ুয়ার প্রস্তাব ও পরামর্শ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাল দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানার শিরাকোলের অষ্টম শ্রেণির ছাত্র সুজিত ঠাকুর। স্থানীয় সূত্রের খবর, এক্ষেত্রে ওই পড়ুয়ার বক্তব্য, বিপর্যস্ত পরিস্থিতি থেকে যাঁরা সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের শরীরে কোভিড-১৯ মোকাবিলার অ্যান্টিবডি ভাল পরিমাণে পাওয়া যাবে। গ্রুপ মিলিয়ে ওই সেরে ওঠা মানুষের শরীর থেকে অ্যান্টিবডির উপস্থিতি-সহ রক্ত রোগীর শরীরে পাঠাতে পারলে উপকার পাওয়া যেতে পারে। এই পরামর্শ এবং সহায়তা সংক্রান্ত এমন পদ্ধতি কাজে লাগানো যায় কি না, সেই প্রস্তাব সংক্রান্ত চিঠির প্রতিলিপিও দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে, এমনটাও জানা গিয়েছে।

