truck strikeOthers 

ট্রাকের ওপর প্রশাসনিক হয়রানি সহ তিন দফা দাবিতে ধর্মঘটের ডাক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তিন দফা দাবিতে ১২ থেকে ১৪ অক্টোবর রাজ্যব্যাপী টানা ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন। এ বিষয়ে আরও জানানো হয়েছে, ট্রাকের ওপর প্রশাসনিক হয়রানি এবং জুলুমবাজি বন্ধ করতে হবে। রাজ্যে অতিরিক্ত এক্সেল লোড চালু করতে হবে। পাশাপাশি ওভারলোডিং বন্ধ করতে হবে। অন্য রাজ্যে এক্সেল লোড চালু করা হয়েছে। কেন্দ্রের মোটর ভেহিক্যালস মন্ত্রকের নির্দেশের পরও তা চালু করা হয়নি এই রাজ্যে।

রাজ্যে কখনও পুলিশ, কখনও বা মোটর ভেহিক্যালস দফতরের কর্মীদের জুলুমবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। এক্ষেত্রে সংগঠনের দাবি, করোনা আবহে রোড ট্যাক্স, পারমিট এবং ফিটনেসের ক্ষেত্রেও ছাড় দিতে হবে। শিলিগুড়িতে সদস্যদের সঙ্গে বৈঠক করে একথা জানিয়েছেন সংগঠনের সভাপতি সুভাষ চন্দ্র বোস। সূত্রের আরও খবর, রাজ্যজুড়ে টানা ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের দিনে ভিন রাজ্যের ট্রাকও আটকে দেওয়া হবে রাজ্যের বিভিন্ন সীমান্তে, এমনটা জানানো হয়েছে। অন্ধ্রপ্রদেশ, দিল্লি, বিহার এবং বেঙ্গালুরু থেকে বিভিন্ন সামগ্রী বোঝাই লরি প্রবেশ করতে দেওয়া হবে না, বলেও জানা যায়। রাজ্য দাবি না মেটালে পুজোর পর সাড়ে ৬ লক্ষ ট্রাক অবরুদ্ধ করা হবে বলেও খবর।

লাগাতার ট্রাক ধর্মঘট চলবে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে আরও দাবি, মুখ্যমন্ত্রীকে এই সংক্রান্ত বিষয়ে আলোচনায় বসতে হবে। ট্রাকের সঙ্গে বিভিন্নভাবে জড়িত রয়েছে কয়েক লক্ষ মানুষ। ভিন রাজ্যের লরিও ঢুকতে বাধা দেওয়া হবে বলেও জানা যায়। এর ফলে রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সঙ্কট সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ছে।

Related posts

Leave a Comment