যৌনকর্মীদের সাহায্যে ক্যানসার আক্রান্তরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার জেরে কোনও কাজ নেই। নেই রোজগারও । এরফলে তীব্র আর্থিক অনটনের মুখোমুখি সোনাগাছির কয়েক হাজার যৌনকর্মী। এবার ওই সব মানুষদের পাশে দাঁড়ালেন ক্যানসার আক্রান্তরা।সূত্রের খবর, তাঁরা সোনাগাছিতে গিয়ে নির্দিষ্ট দূরত্ব-বিধি মেনে চাল, তেল, চিনি, বিস্কুট, সাবান এবং মাস্ক তুলে দেন যৌনকর্মীদের হাতে।পুরো বিষয়টি আয়োজন করেন চিকিৎসক অগ্নিমিত্রা গিরি সরকার। আন্তর্জাতিক ক্যানসার সার্ভইভার দিবসে করোনা নিয়ে সতর্ক করার পাশাপাশি ক্যানসার সচেতনতার প্রচারও করেন তাঁরা

