ফুটবলের রাজা গোষ্ঠ পালের ১২৪ তম জন্ম বার্ষিকী পালন
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আগামীকাল কলকাতার ফুটবল সম্রাট গোষ্ঠ পালের ১২৪ তম জন্মদিন। কিন্তু করোণা অতিমারির প্রকোপে আগামী দুদিন রাজ্য জুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে ময়দানের রাজা গোষ্ঠ পালের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার কলকাতা ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফুটবলার গোষ্ঠ পালের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। সাথে ছিলেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক কিংবদন্তি ফুটবলার রহিম নবি ও দাবারু দিব্যেন্দু বড়ুয়া। এছাড়াও ছিলেন দেবজিৎ ঘোষ, অমিত দাস, নাসিম আখতার, প্রশান্ত চক্রবর্তী, সৌমিত্র চক্রবর্তী, বাসুদেব মন্ডল সহ ময়দানের এক ঝাক প্রাক্তন ফুটবল তারকারা। এছারাও অনুষ্ঠানে আই এফ এ প্রেসিডেন্ট সহ উপস্থিত ছিলেন ময়দানের তিন প্রধান ফুটবল ক্লাবের কর্মকর্তারা।

