Charles DarwinHealth Lifestyle Technology 

চার্লস ডারউইনের প্রয়াণ দিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন চার্লস ডারউইন(৭৩)। ১৮৮২ সালের ১৯ এপ্রিল তিনি পরলোকগমন করেন। তিনি ছিলেন উনিশ শতকের একজন জীববিজ্ঞানী। সর্বপ্রথম চার্লস ডারউইন অনুধাবন করেছিলেন সকল প্রকার প্রজাতিই কিছু সাধারণ পূর্বপুরুষ হতে উদ্ভূত হয়েছে। পরবর্তীতে তাঁর এই পর্যবেক্ষণটি সাক্ষ্য-প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। আবার পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দিয়েছিলেন। ডারউইনের জীবদ্দশাতেই বিবর্তনবাদ একটি তত্ত্ব হিসাবে বিজ্ঞানী সমাজ ও অধিকাংশ সাধারণ মানুষের কাছে স্বীকৃতি লাভ করে। চার্লস ডারউইনের উল্লেখযোগ্য পুরস্কারগুলির মধ্যে রয়েছে- ১৮৫৩ সালে রয়েল মেডেল, ১৮৫৯ সালে ওলাস্টন মেডেল ও ১৮৬৪ সালে কপলে পদক। তাঁর প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

Related posts

Leave a Comment