চিনা হ্যাকিঙের আশঙ্কা
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ চিন থেকে হ্যাকিঙের আশঙ্কায় বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন বিভাগকে সুরক্ষিত করল দপ্তরের আইটি বিভাগ।এর ফলে চিনা হ্যাকিং গ্রুপের হাত থেকে বিদ্যুৎ সংক্রান্ত বিপর্যয়কে রক্ষা করা যাবে।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি একটি ই-মেল করা হয়। সেই ই-মেলে বলা হয়, চিনা হ্যাকিং গ্রুপ থেকে একটি নির্দিষ্ট ই-মেলের মাধ্যমে ম্যালওয়্যার পাঠিয়ে বিভাগের বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। এমনকি বিভিন্ন বিভাগীয় কাজকর্ম বন্ধ করার আশঙ্কাও রয়েছে।

