পড়ুয়াদের টিকাকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি। ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা হয়ে গেলে তারা নির্ভয়ে স্কুলে যেতে পারবে, এমনটাই জানানো হয়েছে। এমনকী স্কুলে গিয়ে প্র্যাক্টিক্যাল ক্লাসও করতে পারবে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা প্র্যাক্টিক্যাল ও দ্বিতীয় সিমেস্টার পরীক্ষা দিতেও যেতে পারবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির সমস্ত পড়ুয়াদের স্কুলে গিয়ে টিকা নিয়ে আসার কথাও জানানো হয়েছে। পড়ুয়াদের টিকাকরণের জন্য উদ্বুদ্ধ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করলেন সিআইএসসিই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন। শিক্ষক ও অভিভাবক মহলের একাংশের বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে দ্বিতীয় সিমেস্টার অফলাইনেই হবে, সেই বার্তাই দেওয়া হয়েছে।

