CISCE Students-1Education Others 

সিআইএসসিই বোর্ড পরীক্ষার সূচি প্রকাশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিআইএসসিই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সিমেস্টারের সূচি প্রকাশ হল। পরীক্ষা নেওয়া হবে অফলাইনে। আইসিএসই শুরু আগামী ২৫ এপ্রিল থেকে। প্রথম পরীক্ষা ইংরেজি পেপার-ওয়ান। সমস্ত বিষয়ের পরীক্ষা শেষ হবে আগামী ২০ মে। পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে। পরীক্ষার সময়সীমা দেড় ঘন্টা। এক্ষেত্রে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হবে।

পাশাপাশি আইএসসি-র পরীক্ষা শুরু হবে আগামী ২৫ এপ্রিল থেকে। প্রথম পরীক্ষাইংরেজি পেপার-টু। পরীক্ষা শেষ হবে আগামী ৬ জুন। এক্ষেত্রে প্রতিটি পরীক্ষা দুপুর ২টো থেকে শুরু হবে। দেড় ঘন্টা সময়ের এই পরীক্ষা। পরীক্ষা শুরুর ১০ মিনিট পূর্বে প্রশ্নপত্র দেওয়া হবে। পরীক্ষার বিশদ সূচি পাওয়া যাবে সিআইএসসিই বোর্ডের ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment