CISCE-1Education Others 

সিআইএসসিই বোর্ডের পরীক্ষা অফলাইনে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরীক্ষা হবে অফলাইনে। সিবিএসই-এর মতো সিআইএসসিই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের প্রথম সিমেস্টারও হবে অফলাইনে। স্কুলে এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হবে। একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই কথা জানিয়েছেন বোর্ড সচিব জেরি অ্যারাথুন। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে আগামী ২৯ নভেম্বর। শেষ হবে ১৬ ডিসেম্বর। আইএসসি দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শুরু হবে আগামী ২২ নভেম্বর। শেষ হবে ২০ ডিসেম্বর। উল্লেখ করা যায়, ইতিপূর্বে সিআইএসসিই বোর্ড ঘোষণা করে জানিয়েছিল দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার হবে অনলাইনে। পরীক্ষার সূচিও প্রকাশ করা হয়। পরবর্তীতে ওই সূচি স্থগিত করে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, দেশ জুড়ে সব জায়গায় সমান নেটওয়ার্ক না থাকার সমস্যা ও বিদ্যুৎয়ের নিরবিচ্ছিন্ন পরিষেবা না থাকা-সহ বেশ কিছু অসুবিধার কারণে অনলাইনের জায়গায় অফলাইনেই প্রথম সিমেস্টার নেওয়া হবে।

Related posts

Leave a Comment