মেঘমুক্ত আকাশ দক্ষিণবঙ্গে : উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নামছে তাপমাত্রা। শীত আসছে কলকাতায়। তবে চিন্তা রয়েছে শীত নিয়ে। সকালে কুয়াশাযুক্ত আকাশ। বেলা বাড়ার পর মেঘমুক্ত আকাশ দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় মেঘলা আকাশ। আবার হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর,কুয়াশাময় সকাল দেখা যাচ্ছে । উত্তর ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামবে বলে জানানো হয়েছে। কলকাতায় আজ সকালে কুয়াশা দৃশ্যমানতা কম বলে জানা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর সূত্রের আরও খবর, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩° ওপরে ১৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ৩° ওপরে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। আবার বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৪ থেকে ৯৮ শতাংশ। উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ নদিয়া ও বীরভূমে ঘন কুয়াশার সর্তকতা জারি রয়েছে । এই ৬ জেলায় সকালে দৃশ্যমানতা ২০০ মিটার এর নিচে থাকবে। বিহার, ঝাড়খন্ড ও ওড়িশাতে ঘন কুয়াশার সর্তকতা থাকছে । উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নামবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। পরবর্তী সপ্তাহে তাপমাত্রা নামার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়াবিদরা।

