CMIE Survey-1Others 

পুরুষরা কর্মহীন হয়েছেন বেশিঃ সিএমআইই-র সমীক্ষা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশের স্বাস্থ্য ক্ষেত্র করোনা আবহে ধাক্কা খেয়েছে। এই অবস্থায় বহু মানুষের রুজি-রুটি বিপন্ন। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে জেরবার পরিস্থিতি। এই আবহে উপদেষ্টা সংস্থা সিএমআইই-র সমীক্ষায় উঠে এসেছে, এমনই ছবি। ওই সমীক্ষায় জানা গিয়েছে, করোনা পরিস্থিতির দ্বিতীয় ধাক্কায় শহরের পুরুষদের কাজ গিয়েছে মহিলাদের চেয়ে তুলনায় বেশি। এই পরিপ্রেক্ষিতে রোজগারহীন হয়ে পড়েছেন অনেক পরিবার।

তবে গত বছর ছবিটা ছিল ভিন্ন। সিএমআইই-র পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে, সারা দেশে যত মানুষ কাজের ক্ষেত্রে রয়েছেন, তাঁদের মধ্যে শহরের মহিলাদের অংশীদারি মাত্র ৩ শতাংশ। করোনার প্রথম ঢেউয়ে যত মানুষের কাজ গিয়েছিল, সেই সময় তাঁদের ভাগ ছিল ৩৯ শতাংশ। সংখ্যার হিসেবে অনুযায়ী দেখা যাচ্ছে, ওই সময়ে নিট ৬৩ লক্ষ খোয়া যাওয়া কাজের মধ্যে শহরের মহিলাদের সংখ্যা ২৪ লক্ষ।

পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউয়ে এ বছরের এপ্রিল-জুনে সবচেয়ে বেশি কাজ হারিয়েছেন শহরাঞ্চলের পুরুষেরা। এক্ষেত্রে তাঁদের ভাগ ৩০ শতাংশ। সিএমআইই-র সূত্রের আরও খবর, শুধুমাত্র সংখ্যা দিয়ে এই সমস্যার গুরুত্ব বিচার করা যাবে না। শহরের পুরুষদের বড় অংশ গুণগত মানের দিক দিয়ে ভাল কাজ করে থাকেন। এক্ষেত্রে ওই সব ব্যক্তিদের কাজ হারানোর অর্থ হল, মোট আয় কমে যাওয়া।

এ বিষয়ে আরও বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে শহরের মহিলারা পরিবারের দ্বিতীয় রোজগেরে হয়ে থাকেন। মহিলারা কাজ হারালে পরিবারের উপার্জনও কমতে থাকে। পুরুষদের কাজ চলে যাওয়ার ফলে অনেক পরিবারের রোজগার সম্পূর্ণ কমে যায়। এই পর্যায়ে কর্মহীন হওয়ার বিষয়টি বেশি উদ্বেগের। তবে কাজ চলে যাওয়া একটা বড় অংশ ভবিষ্যতে কাজ ফিরে পাবেন। এক্ষেত্রে সেই ক্ষত মেরামত হওয়া মুশকিলও হতে পারে। রোজগার হারানো মানুষদের একটা অংশ আবারও কাজ পেলেও তাঁদের অনেকেই কাজ করছেন কম মজুরি নিয়ে।

Related posts

Leave a Comment