করোনা আবহে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত ও পরিমার্জিত রূপ নিয়েছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা সংক্রমণের প্রভাবে বিশ্বজুড়ে একেবারে এমার্জেন্সি অবস্থা। যা সামাল দেওয়ার জন্য স্বাস্থ্য পরিষেবার কাঠামো বদল করতে হয়েছে। সিএমআরআই-ও বদল এনেছে। সূত্রের খবর, হেলথ রিসার্চ ইউনিট ও প্রত্যেক সার্জেন সময়ের সঙ্গে রোগী ও পরিষেবা গ্রহণকারী প্রতিটি মানুষের সঙ্গে ভিন্ন ব্যবহার গড়ে তুলেছে। এরফলে করোনা আবহে মানুষ তাঁদেরকে ভরসা করতে পারছেন। স্বাস্থ্য ব্যবস্থা উন্নত ও পরিমার্জিত রূপ নিয়েছে এই আবহাওয়ায়।
রোগী-ডাক্তারের সম্পর্ক বন্ধুসুলভ হয়ে উঠেছে। রোগী এখন পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পরিষেবা পাচ্ছেন। সার্জারির কীভাবে নিজের যত্ন নেবেন সে বিষয়েও সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে। সূত্রের আরও খবর, অনেক সার্জারি যা মহামারির এই সময়েও করতে হয়েছে সার্জেনদের। অ্যাকিউট সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন। এক্ষেত্রে বলা হয়েছে, ইন্ট্রা অ্যাবডোমিনাল রোগের এটি প্রাথমিক লক্ষণ। অন্যদিকে রোগীদের পেটে ব্যথা, ইনফ্রেশন, বমির ভাবও থাকে। ব্লাড ট্রমা অ্যাবডোমেন একটি মারাত্মক ব্যাধি। এক্ষেত্রে লিভার ক্ষতিগ্রস্ত করে থাকে।
তার সার্জারিও হয়েছে। আবার ক্যান্সারের ক্ষেত্রেও বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রথম রিপোর্টের পরই সার্জারির কথা বলে থাকেন। উল্লেখ্য, সিএমআরআই হাসপাতালের সঙ্গে যুক্ত একাধিক এক্সপার্ট যাঁরা মার্চ ২০ থেকে এই অবধি ১৫০০টিরও বেশি সার্জারি করেছেন বলে খবর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরিষেবা চালিয়ে গিয়েছেন সিএমআরআই হাসপাতাল।

