winter and weather2Enviornment Others 

উত্তরবঙ্গে ঘন কুয়াশা- দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাঘের শুরুতেই জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের মতো রাজ্যের ৫ জেলায় এই শীত প্রভাব চলছে। আবার উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট অব্যাহত। তেমনি দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহ চলছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমেছে। আগামী ২দিন আরও নামবে পারদ,এমনটাই জানানো হয়েছে। মাঘের শুরুতেই রাজ্যে শীতের আরও প্রভাব। আগামী ৩ দিন থাকার পর এই শীতের পরিস্থিতি কমবে। এরপর সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে। শনি ও রবিবার জমিয়ে শীতের পরিস্থিতি থাকবে রাজ্যের সর্বত্র।

এক্ষেত্রে আরও জানা যায়,পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ১০ডিগ্রির নীচে থাকতে পারে। সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দপ্তর সূত্রের আরও খবর, উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সর্তকতা থাকছে। স্বাভাবিকের নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা । সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার নীচে নামবে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে দার্জিলিং ও কালিম্পংয়ে । আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির কথা বলা হয়েছে।
কলকাতায় কুয়াশা থাকলেও মোটামুটি পরিষ্কার আকাশ। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। হাওয়া অফিস সূত্রে আরও বলা হয়েছে, লাক্ষাদ্বীপ সংলগ্ন আরব সাগর এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। ওই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কোমোরন এলাকা পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা থাকছে তামিলনাডু, করাইকাল, কেরল ও পন্ডিচেরিতে।

Related posts

Leave a Comment