Construction Labour-1Others 

ডিএ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ল ডিএ। সূত্রের খবর, কেন্দ্রীয় শ্রম মন্ত্রক কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে নিযুক্ত ১ কোটি ৫০ লক্ষ শ্রমিকের ডিএ মাসে ১০৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একথা জানিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। উল্লেখ করা যায়, ওই শ্রমিকদের ন্যূনতম মজুরিও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, রেল, খনি, তৈল ক্ষেত্র, বড় বন্দর ও কেন্দ্রের তৈরি কর্পোরেশনের প্রকল্পে নিযুক্ত শ্রমিকদের জন্য ঠিকা শ্রমিকদের ক্ষেত্রে এই বৃদ্ধি প্রযোজ্য হবে। ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে বলেও জানা যায়।

Related posts

Leave a Comment