ডিভিডেন্ড না-দেওয়ার নির্দেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডিভিডেন্ড নয়। সূত্রের খবর, করোনা আবহে পরিস্থিতি ভিন্ন। তৈরি হওয়া আর্থিক সমস্যা নিরসনে অর্থের ব্যবস্থা করার জন্য বাণিজ্যিক ও সমবায় ব্যাঙ্কগুলিকে তাদের শেয়ার হোল্ডারদের ২০১৯-২০ সালের ডিভিডেন্ড না-দেওয়ার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এক্ষেত্রে শীর্ষ ব্যাঙ্কের বক্তব্য, ঋণ দেওয়ার জন্য ব্যাঙ্কগুলির তহবিল তৈরি রাখা জরুরি। এক্ষেত্রে আরও বলা হয়েছে, যাতে অর্থনীতিকে সাহায্য করতে প্রয়োজনে তারা লোকসান করেও টিকে থাকতে পারে।

