ডাক্তারদের অভিজ্ঞতা এবার ছাপার অক্ষরে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে কাজ করেছেন। করোনা আবহের মধ্যে বিপদের ঝুঁকি নিয়ে শিক্ষক-চিকিৎসক থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের অভিজ্ঞতা এবার ছাপার অক্ষরে আত্মপ্রকাশ করল। এক্ষেত্রে জানা গিয়েছে, সমাজের বিভিন্ন স্তরে করোনা চিকিৎসা ও তার সঙ্গে জড়িত বিভিন্ন ঘটনা চিকিৎসকেরা ফুটিয়ে তুলেছেন তাঁদের প্রবন্ধ, গল্প ও কবিতার মাধ্যমে। সূত্রের খবর, ‘করোনার রোজনামচা- করোনা মেমোরি’ নামক বইটি প্রকাশ করেছে চিকিৎসকদের যৌথ মঞ্চ ‘প্রোটেক্ট দ্য ওয়ারিয়র্স’। করোনা আবহের ওপর দাঁড়িয়ে বইটির প্রচ্ছদও আঁকা হয়েছে। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতে প্রতিষেধক নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য উদ্যোগও নিয়ে চলেছে চিকিৎসকদের এই মঞ্চটি।

