PANIHATI SPOTINGSports 

পানিহাটি স্পোটিংয়ে ক্রিকেট প্রতিযোগিতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পিচ বার্নার্স কে হারিয়ে পিবিসিএল গ্রীন-২০২১ জিতে নিল ভাস্কর আদিত্য ফাউন্ডেশন ব্রাদার্স।

আয়োজক টিম পিচ বার্নার্স ছাড়াও অংশ নিয়েছিল ব্যাফ ব্রাদার্স , লেটস প্লে , অর্ডন্যান্স ফ্যাক্টরি , থান্ডার বয়েস , ওয়াইপ আউট ফাঙ্কস।

লীগ রাউন্ডে সব থেকে বেশি পয়েন্ট পেয়ে ব্যাফ ব্রাদার্স এবং পিচ বার্নার্স ফাইনাল খেলেন পানিহাটি স্পোর্টিং ক্রিকেট মাঠে।

টসে জিতে ব্যাফ ব্রাদার্স ক্যাপ্টেন অনির্বান আদিত্য প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

ওপেনিং জুটি মনোজিৎ পাল (১১২) এবং জিৎ ভৌমিক (১৩২) দুর্দান্ত ইনিংস শুরু করেন। মিডল অর্ডার ব্যাটসম্যান গৌতম দাস ৫৪ রান করে দলীয় স্কোর ৩৯১ হয় ব্যাফা ব্রাদার্স দের।

পিচ বার্নার্স ব্যাট করতে নেমে খুব দ্রুত উইকেট হারায়, একমাত্র রোহিত চাড্ডা (৬০) অর্ধশতক করেন। ১৯ ওভারে ১২৫ রান করে পিচ বির্নার্স সব উইকেট হারায়।

ফাইনালে সেরা প্লেয়ার যুগ্ম ভাবে নির্বাচিত হয় জিৎ ভৌমিক এবং মনোজিৎ পাল। উল্লেখযোগ্য সাফল্য ছিল শুভাশীষ দাস এবং রোহিত চাড্ডার। টুর্নামেন্টে সেরা প্লেয়ার পুরস্কারটি পায় অর্পণ হাজরা। এছাড়া সর্বোচ্চ রানের পুরস্কার পায় অয়ন হাজরা। সব থেকে বেশি উইকেট নেওয়ার পুরস্কারটি পেয়েছেন সুপর্ণ সাহা।

Related posts

Leave a Comment