৫৭ টেকনিক্যাল এবং সাপোর্ট স্টাফ নিচ্ছে সিএসআইআর-সিডিআরআই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টেকনিক্যাল এবং সাপোর্ট স্টাফের পদে ৫৭ জনকে নিচ্ছে লক্ষ্মৌয়ের সিএসআইআর – সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। টেকনিক্যাল যোগ্যতার প্রার্থীদের নেওয়া হবে সংস্থার লাইফ সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, প্রি-ক্লিনিক্যাল সায়েন্স এবং সায়েন্টিফিক ও টেকনিক্যাল সাপোর্ট ডিভিশনে।
সিনিয়র টেকনিক্যাল অফিসার-(১): শূন্য পদ ২টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিভিএসসি অ্যান্ড এএইচ, এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। সিনিয়র টেকনিক্যাল অফিসার পদের পারিশ্রমিক মাসে প্রায় ৮১,০৩৭ টাকা। ৫-২-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
টেকনিক্যাল অফিসার এন্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: দুটি ব্যাকলগ সহ মোট শূন্যপদ ৪৪ টি (টেকনিক্যাল অফিসার ৭, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ৩৭)। টেকনিক্যাল অফিসার পদের ক্ষেত্রে প্রার্থীদের অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের বি ই/ বি টেক বা সমতুল, বি টেক, এমবিএ ডিগ্রিধারী হতে হবে। টেকনিশিযান অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের প্রথম শ্রেণির বি এসসি (সায়েন্স)/ প্রথম শ্রেণির ডিপ্লােমাধারী হতে হবে।
টেকনিক্যাল অফিসার পদের পারিশ্রমিক মাসে প্রায় ৬০,৯২৯ টাকা। ৫-২-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের পারিশ্রমিক মাসে প্রায় ৫১,২৯৪ টাকা। ৫-২-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
টেকনিশিয়ান-১ (সাপোর্ট স্টাফ): শূন্যপদ ১১টি। টেকনিক্যাল অফিসার পদের পারিশ্রমিক মাসে প্রায় ২৮,০৪৭ টাকা। ৫-২-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
টেকনিশিয়ান-১ (সাপোর্ট স্টাফ) পদের ক্ষেত্রে বিজ্ঞানের বিষয় নিয়ে ও অন্তত ৫৫ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট আইটিআই সার্টিফিকেটধারী হতে হবে। এই পদের প্রার্থিবাছাই হবে প্রথমে ট্রেড টেস্ট এবং তাতে সফলদের পরে প্রতিযোগিতামূলক ১৫০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে। ট্রেড টেস্টের জন্য প্রার্থিবাছাই করবে স্ক্রিনিং কমিটি। লিখিত পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।
ওএমআর বেসড বা কম্পিউটার বেসড পরীক্ষা হবে। প্রশ্ন হবে ইংরিজি ও হিন্দিতে। প্রশ্ন হবে মাধ্যমিক + আইটিআই/ উচ্চমাধ্যমিক মানের। উত্তরের জন্য সময় পাবেন আড়াই ঘণ্টা। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অফিসার পদের ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে একইভাবে প্রথমে ট্রেড টেস্ট এবং তাতে সফলদের পরে প্রতিযোগিতামূলক ২০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে। ট্রেড টেস্টের জন্য প্রার্থিবাছাই করবে স্ক্রিনিং কমিটি। লিখিত পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।
ওএমআর বেসড বা কম্পিউটার বেসড পরীক্ষা হবে। প্রশ্ন হবে ইংরিজি ও হিন্দিতে। প্রশ্ন হবে মাধ্যমিক + আইটিআই/ উচ্চমাধ্যমিক মানের। উত্তরের জন্য সময় পাবেন তিন ঘণ্টা। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।
ওপরে বলা পদে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়স, অভিজ্ঞতা ইত্যাদির হিসাব করতে হবে ৫-২-২০২১ তারিখের হিসেবে। দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি পেমেন্টের পদ্ধতি পাবেন ওয়েবসাইেট। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ মহিলা/ আদার জেন্ডার ক্যাটেগরি সিএসআইআর এমপ্লয়ী/ প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন অনলাইনে https://recruit.cdri.res.in বা https://cdri.res.in ওয়েবসাইটের মাধ্যমে, ৫ ফেব্রুয়ারির মধ্যে, “Technical and Support Staff” লিঙ্কে ক্লিক করে। দরখাস্তের প্রিন্ট নিয়ে ডাকে পাঠাতে হবে। পৌঁছনো চাই ২২ ফেব্রুয়ারি, বিকেল সাড়ে ৫টার মধ্যে, এই ঠিকানায়: Director, CSIR-Central Drug Research Institute, Sector 10, Jankipuram 18 Extension, Sitapur Road, Lucknow – 226031, Uttar Pradesh, India দরখাস্ত ভরা খামের ওপর লিখতে হবে “APPLICATION FOR THE POST OF “SENIOR TECHNICAL OFFICER(1)/TECHNICAL OFFICER/TECHNICAL
ASSISTANT/TECHNICIAN-I” (Post Code _)” আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং 11/2020.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

