digha sea and dana cycloneBreaking News Others 

“ডানা”-র দাপট কতটা আশঙ্কায় বঙ্গ

ঘূর্ণিঝড়”ডানা” সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে বলে খবর । মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও খবর । উত্তর ও উত্তর-পশ্চিম দিকে নিজস্ব গতি ঘন্টায় ১২ কিলোমিটার। পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ধামারা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,আজ মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে ঘূর্ণিঝড় হিসেবে ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা আরও বলছেন,ওমান নামকরণকারী এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ১২০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা। উল্লেখ করা যায়,
পারাদ্বীপ রাডারে ধরা করছে এই ঘূর্ণিঝড়। কি কি হওয়ার সম্ভাবনা হতে পারে তার একটা পূর্বাভাস মিলেছে। দেখে নেওয়া যাক সেগুলি-পূর্ব মেদিনীপুর ১০০-১২০কিমি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অত্যন্ত ভারী বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। জলোচ্ছ্বাস বাড়বে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বাংলায় প্রভাব -পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশ কিছু জেলা ও এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । কাঁচা বাড়ি, বিপজ্জনক বাড়ি, কাঁচা রাস্তা ও শস্যের ক্ষতি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে । নীচু এলাকা থেকে প্লাবিত হতে পারে। আজ ২৪ অক্টোবর ও আগামী কাল ২৫ অক্টোবর ফিশিং ও ফেরী পরিষেবা বন্ধ রাখা হয়েছে । “ডানা”-র দাপট কতটা তা নিয়ে আশঙ্কায় বঙ্গ। রাজ্যে প্রভাব নিয়ে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় কলকাতা সহ জেলায় বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রশাসনিক নজরদারী বাড়ানো হয়েছে। এই মুহূর্তে আকাশ মেঘলা। মাঝে মধ্যেই বৃষ্টি নামছে। দিঘার সমুদ্রতটে এখনকার
ছবিটা দেখুন।

Related posts

Leave a Comment