“ডানা”-র ঝাপটা মোকাবিলায় রাজ্য
“ডানা” মোকাবিলায় প্রস্তুতি রাজ্যে। রাজ্যের নয় জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কখন কোথায় আছড়ে পড়বে তার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। কোথায় কত ঝড়-বৃষ্টি হবে তারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ জেলায় কী ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে তারও ইঙ্গিত দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,আজ বুধবার সকালে পশ্চিম ও দক্ষিণ -পশ্চিম বঙ্গোপসাগরে দানা বেঁধেছে এই ঘূর্ণিঝড় । গতকাল অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সব কিছু ঠিক ঠাক থাকলে এরপর ২৪ অক্টোবর বৃহস্পতিবার দিন রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল করবে। হাওয়া অফিসের পূর্বাভাসে সম্ভাব্য গতিপথ,বাংলা ও ওড়িশা সীমান্ত লাগোয়া কেন্দ্রপাড়ার দিকে এগিয়ে চলেছে।
এক্ষেত্রে বলা হয়েছে,স্থলভাগে আছড়ে পড়ার সময় এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ১১০ কিমির কাছাকাছি পৌঁছবে। পরবর্তী সময়ে তা বেড়ে ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সাগরে গতিবেগ হতে পারে ১১০ কিমি। পশ্চিম মেদিনীপুরে ১২০ কিমি। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টিপাত হবে। আবার কলকাতা সহ হাওড়া,হুগলী ও উত্তর ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। কলকাতা সহ জেলায় প্রস্তুতি হিসেবে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। মৎস্যজীবীদের বার্তা দেওয়া হয়েছে সমুদ্রে না যেতে। সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

