Cyclone NivarOthers 

ঘূর্ণিঝড় নিভারের প্রভাব ও প্রবল বৃষ্টি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় নিভারের প্রভাব। এর জেরে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির বেশ কিছু এলাকা। সূত্রের খবর, পুদুচেরির উপকূলে আছড়ে পড়ে নিভার। এক্ষেত্রে জানা গিয়েছে, আছড়ে পড়ার পর শক্তি হারিয়ে বেশ দুর্বল হলেও ব্যাপক প্রভাব ছিল। সূত্রের আরও খবর, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। এর প্রভাবে মৃত্যু হয়েছে ৩ জনের। অন্যদিকে প্রায় ৪০ হাজার শিশু-সহ প্রায় ৩ লক্ষ মানুষ আশ্রয় গ্রহণ করেছেন ৩ হাজার সরকারি শিবিরে। এ বিষয়ে আরও জানা যায়, তামিলনাড়ু ও পুদুচেরিকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Related posts

Leave a Comment