ঘূর্ণিঝড় “ডানা”য় আশঙ্কা
ঘূর্ণিঝড় “ডানা” নিয়ে অনেকেই আশঙ্কা করছেন। বাংলা ও ওড়িশা উপকূলে আছড়ে পড়ার ইঙ্গিত দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে যে পূর্বাভাস মিলেছে তাতে বলা হয়েছে,আগামী ২৩ অক্টোবর বুধবার নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হবে। পরদিন অর্থাৎ ২৪ অক্টোবর সকালের দিকে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস। আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস,মধ্য আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্তটি গতকাল ২০ অক্টোবর দুপুর পর্যন্ত উত্তর আন্দামান সাগরে অবস্থান করেছে।
এই ঘূর্ণাবর্তের জেরে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এই গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা বাড়ছে। ক্রমশ উত্তর -পশ্চিম ওড়িশা উপকূলের দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা। আগামী ২৪ অক্টোবর সকালে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে অবস্থান করতে চলেছে। কাতারের নামকরণ করা এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হওয়ার সম্ভাবনা প্রতি ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। সন্ধ্যার পর শক্তিক্ষয় হতে পারে এই ঘূর্ণিঝড়ের। এই নিম্নচাপের গতিবিধির ওপর নজর রেখে চলেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। (সংগৃহীত ছবি)

