দেবী দুর্গাই মহা-আলয় বা আশ্রয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহালয়ায় পিতৃ তর্পণ। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। দিনটিতে অমাবস্যার অন্ধকার দূর হয়। আলোক ময় পরিবেশ তৈরি হয়। পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা বলছেন,দেবী দুর্গাই মহা আলয় বা মহা আশ্রয় । এই দিনে পিতৃপুরুষদের শ্রদ্ধা পূর্বক তর্পণ করা হয়। স্বর্গত পিতৃকূল,মাতৃকূল,গুরু ও আচার্যদের তৃপ্ত করা। মহালয়া শব্দের অর্থ হল-আলয় বা আশ্রয়। মহা আলয় থেকে মহালয়া কথাটি এসেছে। এক্ষেত্রে শাস্ত্রবিশেষজ্ঞ ও সাধকদের বক্তব্য,এদিনে সূর্য উত্তরায়ণের চরম বিন্দুতে এসে পৌঁছায়। সূর্যের রশ্মি বা আলো সবচেয়ে বেশি থাকে। আলো ঝলমলে সুদীর্ঘ দিনের কথা বলা হয়েছে। দিনান্তে বা সূর্য অস্তাচলে গেলে চাঁদের উজ্জ্বল আলো দেখা যায়। পূর্ণিমার আলোক বর্ষিত হয়। উত্তরায়ণের সমাপ্তি এবং দক্ষিণায়ণের শুরু। বিদায় নেওয়া প্রিয়জনদের মনের রূপে অবগাহনের তিথি হল মহালয়া। (ছবি: সংগৃহীত)

