Digha SeaOthers 

সৌন্দর্য্য রক্ষায় সক্ষম গাছ বসিয়ে দিঘাকে সাজানোর পরিকল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি। সেই ঝড়ের ধাক্কায় তছনছ দিঘার উপকূলের গাছ-গাছালি। পর্যটকদের আকর্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য দিঘার বিচ রোডের দু-পাশের অনেক বড় বড় গাছ ভেঙে যায় আম্ফান তাণ্ডবে। এবার আয়লা, বুলবুল ও আম্ফান-এর মতো ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পেতে উদ্যোগ শুরু হল। স্থানীয় সূত্রের খবর, রাজ্যের জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রের গাছ-গাছালির সৌন্দর্য্য রক্ষায় ও ঘূর্ণিঝড়ের তাণ্ডব ঠেকাতে সক্ষম গাছ বসিয়ে দিঘাকে নতুনভাবে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার।

স্থানীয় সূত্রের আরও খবর, দিঘার পর্যটকদের প্রাতঃভ্রমণ ও সান্ধ্য ভ্রমণের জায়গায় সক্ষম গাছ রোপণ ও রিপ্লানটেশন করতে চলেছে পশ্চিমবঙ্গের বন দপ্তর। জানা গিয়েছে, দিঘা ডেভলপমেন্ট অথরিটি ও রাজ্য বন দপ্তরের যৌথ পরিকল্পনায় প্রাথমিক পর্যায়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয় করে দিঘা স্টেশন থেকে পুলিশ হলিডে হোম পেরিয়ে এই নব নির্মাণের কাজ হবে।

এই কাজের টেন্ডার ইতিমধ্যে হয়ে গিয়েছে বলে খবর। চলতি বর্ষায় কাজ শুরু হয়ে যাবে বলেও জানা গিয়েছে। বন দপ্তর সূত্রের খবর, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় পাম প্রজাতির গাছের সঙ্গে জারুল, অর্জুন ও নিম প্রভৃতি গাছ লাগানো হবে। পাম প্রজাতির গাছের বিভিন্ন গোত্রের পাম গাছ ছাড়াও নারকেল, সুপারি ও খেজুর গাছ বিচ রোডে লাগানো হবে। অনেক গাছ কলকাতায় বন দপ্তরের নার্সারি থেকে নিয়ে গিয়ে রিপ্লানটেশন করা হবে, এমনও জানা গিয়েছে।

Related posts

Leave a Comment