১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডিএলএড-এ আবেদনের সময়সীমা বাড়িয়েছে পর্ষদ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডিএলএড-এ আবেদনের সময়সীমা বেড়ে হল ১৪ সেপ্টেম্বর। সূত্রের খবর, ডিএলএড কোর্সে ভর্তির জন্য সন্তোষজনক সাড়া না পাওয়ায় আবেদনের সময়সীমা বাড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, ৩১ আগস্ট থেকে তা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। পর্ষদ সূত্রের খবর, ৪-৫ লক্ষ আবেদন জমা পড়ার প্রতাশা করা হয়েছিল। এক্ষেত্রে ২৫ আগস্ট পর্যন্ত জমা পড়েছে মাত্র ৫২,৪৮৯টি। ৩১ আগস্ট পর্যন্ত কিছুটা বাড়লেও তা প্রত্যাশিত সংখ্যার কাছে পৌঁছতে পারেনি। এরফলে, সময়সীমা বাড়ানোর কথা ভাবা হয়েছে। অন্যদিকে করোনা আবহে মাধ্যমিকের রেজিস্ট্রেশন চেক লিস্ট জমা নেওয়ার কাজ স্থগিত করে মধ্যশিক্ষা পর্ষদ। এরপর একটি বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছে, সেই চেক লিস্ট ১০ সেপ্টেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন: এখানে

