Donald Tramp-2Others World 

প্রচার সভায় নামার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভোট আগত প্রায়। ভোটের এক মাসও আর বাকি নেই। সূত্রের খবর, জনপ্রিয়তার নিরিখে তিনি ক্রমশই পিছিয়ে পড়ছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের থেকে, এমনই আভাস। আবার প্রচার সভায় নামার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি করোনা আবহে নেই, এমনটাই জানা যায়। এক্ষেত্রে হোয়াইট হাউস সূত্রে দাবি করা হয়েছে, চিকিৎসায় অসম্ভব ভাল সাড়া দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Related posts

Leave a Comment