কলকাতায় শুরু হচ্ছে ডুরান্ড কাপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতায় শুরু হচ্ছে ডুরান্ড কাপ। যুবভারতীতে ডুরান্ড কাপ শুরু হবে। মহামেডান বনাম বিমানবাহিনী ম্যাচ দিয়ে। আগামী ৫ সেপ্টেম্বর এই ম্যাচ অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, এই পর্বের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। সূত্রের আরও খবর, এটিকে-মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল খেলছে না। স্টেডিয়াম প্রাথমিকভাবে দর্শকশূন্য হলেও নকআউটে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

