ভিন দেশে কুমোরটুলির দুর্গা পাড়ি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কুমোরটুলির দুর্গা প্রতিমা প্রতিবারই বিদেশে পৌঁছে যায়। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এখানকার দেবীপ্রতিমা। প্রবাসী বাঙালিদের পুজো ঘিরে উন্মাদনা কম নয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। করোনা আবহ সরিয়ে দুর্গাপুজো ফিরছে বিলেতেও।
কুমোরটুলি সূত্রের খবর,গত বছরের চেয়ে ভিন দেশে দুর্গা প্রতিমা পাঠানোর সংখ্যাও বেড়েছে। কুমোরটুলির শিল্পীদের এখন জোরদার ব্যস্ততা। এক্ষেত্রে আরও জানা যায়, মা দুর্গা চলেছেন কানাডার টরন্টোতে। এছাড়া আমেরিকা ও ইউরোপের নানা দেশে কুমোরটুলির দুর্গা প্রতিমা পৌঁছে যায় । বিদেশে পুজোর প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
কুমোরটুলি সূত্রের আরও খবর, প্রতি বছর ছোট-বড় মিলিয়ে অনেক দুর্গাপ্রতিমা বিদেশে পাড়ি দেয়। গত বছর করোনার জেরে সেই সংখ্যা কমে যায়। ইউরোপ,আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রতিমা পাড়ি দিয়ে থাকে। এ বছর সেই সংখ্যা অনেকটাই বেড়েছে। দুর্গাপুজোর প্রতিমার জন্য অর্ডার এসে যায় অনেক পূর্বেই । এক্ষেত্রে প্রতিমা পাঠানোর কাজ চলে জানুয়ারি মাস থেকেই । এ বছর ভিনদেশে দুর্গা পাড়ি দেওয়ার কাজটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে গত বছর বিদেশের অনেক আয়োজক পুজো বন্ধ করে দিয়েছিলেন । এবছর আবহ অনেকটা ভালো।

