Durga Pujo-2Others 

শহরে আবাসনের পুজোয় এবারও সুরক্ষায় নজর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আবাসনের পুজোয় নজর সুরক্ষায়। করোনা আবহের জেরে সব আবাসনেই এ বছরও বন্ধ পুজো মণ্ডপে খাওয়া-দাওয়ার ব্যবস্থা। সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হলেও তা হবে ভার্চুয়ালি। বাইরের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘নিষেধাজ্ঞা’ জারি হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, কোনও আবাসন কমিটি এ বছরও নিয়মরক্ষার খাতিরে পুজোটা করতে চাইছে। দুর্গাপুজোর প্রাক্কালে আবাসনগুলির উৎসব-চিত্র এমনই। প্রায় প্রতিটি আবাসন কমিটি ইচ্ছে থাকলেও ঝুঁকি নিতে নারাজ।

দুর্গাপুজো আগত প্রায়। শহরের প্রতিটি আবাসনেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। করোনা আবহের রেশ খানিকটা কাটলেও এ বছরও বাজেট কমিয়ে পুজো করার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিটি আবাসন। জাঁকজমক কমিয়ে দুঃস্থদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে, কোনও আবাসনের বাসিন্দারা। করোনা সুরক্ষা দিতেই থাকবে আয়োজন। কোথাও কোথাও পুজোর সময় মণ্ডপ চত্বরে আসা আবাসিকদের শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি রাখা হচ্ছে বিশেষ মেডিক্যাল দলও। উল্লেখ করা যায়, গত বছর একসঙ্গে বসে খাওয়া-দাওয়া বন্ধ রেখে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছিল প্রতিটি ফ্ল্যাটে। এ বছরও একই পথে হাঁটছে শহরের আবাসনগুলি।

Related posts

Leave a Comment