ইন্দোনেশিয়ার জাভায় ভূমিকম্পে ক্ষয়-ক্ষতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভায় ভূমিকম্প। এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে প্রায় ৬ জনের। ভূমিকম্পের প্রভাবে ক্ষয়-ক্ষতি হয়েছে বহু ঘর-বাড়ি। মার্কিন ভূ-তাত্ত্বিক সর্বেক্ষণ সূত্রে জানানো হয়েছে, দুপুর নাগাদ ভূমিকম্প হয় পূর্ব জাভা প্রদেশের মালাং প্রদেশের থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে। তবে স্থানীয় প্রশাসন কোনওরকম সুনামি সতর্কতা জারি করেনি বলে জানা গিয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, ভূমিকম্পের উৎসস্থল সমুদ্রের তলদেশে।

