স্টোর ম্যানেজমেন্টে দক্ষতার স্বীকৃতি পূর্ব রেলের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্বীকৃতি পেল পূর্ব রেল। রেল সূত্রের খবর, করোনা আবহে স্টোর ম্যানেজমেন্টে দক্ষতার জন্য রেলমন্ত্রীর বিশেষ স্বীকৃতি পেয়েছে পূর্ব রেল। উল্লেখ করা যায়, সব চাহিদা মিটিয়েও ২০২০-২১ অর্থবর্ষে প্রায় ২৪৫ কোটি টাকার কম উপকরণ কিনেছে পূর্ব রেল। পাশাপাশি বিভিন্ন বাতিল উপকরণ বিক্রি করে ৩০০ কোটি টাকা আয় করেছে বলেও জানানো হয়েছে। রেল সূত্রের আরও খবর, মন্দা পরিস্থিতির মধ্যেও বিপুল সাশ্রয়ের জন্য এই স্বীকৃতি মিলেছে।

