Mamata Bandyopadhyay-12Others 

প্রতি ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল গড়ার ঘোষণা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রতিটি ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল গড়ার কথা ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ করা যায়, মুখ্যমন্ত্রী বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের জন্য ইংরেজি মাধ্যম স্কুলের দাবি উঠে। এরপর মুখ্যমন্ত্রী জানান, প্রত্যেক ব্লকে সকলের জন্যই ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করবে সরকার।

উল্লেখ্য, দ্বিতীয় তৃণমূল সরকারের সময় সরকারি ইংরেজি মাধ্যম স্কুল তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছিল রাজ্য। প্রশাসনিক সূত্রের খবর, অনেকেরই সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়ানোর সাধ থাকলেও সাধ্য থাকে না। এক্ষেত্রে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর ব্যয় অনেক বেশি। তাই সেই অর্থের সংস্থান যাঁরা করতে পারেন না, তাঁদের জন্য সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পরিকল্পনা গ্রহণ করে রাজ্য।

এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরই জানিয়েছেন, সরকারের চালু থাকা উন্নয়নের ধারা এবারও চলবে। তার গতি আরও বাড়ানো হবে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রীর মন্তব্য, সব ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল তৈরির পরিকল্পনা করেছে তাঁর সরকার। সব ধর্ম-বর্ণের মানুষের জন্য সেই স্কুলের দরজা উন্মুক্ত থাকবে। পাশাপাশি তিনি আরও জানান, স্কুল, কলেজ ও মেডিক্যাল কলেজ আরও বাড়াতে হবে। অল্প সময়ে সব কাজ করা হবে উন্নততর ব্যবস্থা তৈরির স্বার্থে। সব ধর্ম, বর্ণ ও জাতি একসঙ্গে শান্তিতে থাকবে।

Related posts

Leave a Comment