Euro Cap-2Others Sports 

ইউরো কাপে প্যাট্রিক শিকের গোল শীর্ষে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০২০ সালের ইউরো কাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিকের দুরন্ত গোল সেরা নির্বাচিত হয়েছে। উল্লেখ করা যায়, উয়েফার টেকনিক্যাল অব জার্ভার দল প্রাথমিকভাবে সেরা ১০টি গোল নির্বাচিত করেছে। এক্ষেত্রে জানা যায়, ২৪ ঘন্টার মধ্যে মোট ৮ লক্ষ ভোট পড়ে সেরা গোল বেছে নেওয়ার জন্য। এ বিষয়ে আরও জানা যায়, দ্বিতীয় স্থানে রয়েছে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের পল পোগবার গোল। আবার স্কটল্যান্ডের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের গোল তৃতীয় স্থানে রয়েছে।

Related posts

Leave a Comment