ব্রাজিলের দুঙ্গার মানবিক মুখ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১০ টন খাদ্যসামগ্রী দান করলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার ও অধিনায়ক দুঙ্গা। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ব্রাজিলের অনাথ শিশু ও বৃদ্ধদের জন্য কাজ করছেন দীর্ঘদিন ধরেই। এবার করোনা বিপর্যস্ত পরিস্থিতিতে মানুষের সাহায্যে এগিয়ে এল ওই সংস্থা। সূত্রের খবর, পোর্তো আলেগ্রিতে ১০ টন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ১৯৯৪ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের অধিনায়ক দুঙ্গা। পাশাপাশি ব্রাজিলের বিভিন্ন সুপার মার্কেট, খাদ্যদ্রব্য প্রস্তুতকারক সংস্থা এবং পণ্য পরিবহনকারী সংস্থার সঙ্গে কথা বলে এইসবের বন্দোবস্ত করেছেন তিনি।

