করোনা নিয়ন্ত্রণে বিধি-নিষেধের সময়সীমা বাড়ল ১৫ জুন পর্যন্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে গত ১৬ মে থেকে কড়া বিধি-নিষেধ ছিল বাংলায়। নবান্ন সূত্রে জানানো হয়েছিল ৩০ মে পর্যন্ত চলবে এই লকডাউন প্রক্রিয়া। রাজ্যে সেই বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ জুন পর্যন্ত। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য,”দয়া করে লকডাউন- কার্ফু এসব বলবেন না। বিধিনিষেধ জারি থাকছে এটাই বলুন।”
সরকারী নির্দেশিকা অনুযায়ী, রাজ্যে সমস্ত গণপরিবহণ বন্ধ থাকবে আপাতত ১৫ জুন পর্যন্ত ৷ সরকারি- বেসরকারি বাস, ট্যাক্সি, অটো, ফেরি পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। বন্ধ থাকবে ট্রেন ও মেট্রো পরিষেবাও৷ জরুরি প্রয়োজন ভিন্ন অটো, ট্যাক্সি সহ যানবাহনও রাস্তায় বেরোতে পারবে না ৷ বিমানবন্দর থেকে চালু রাখা হবে ট্যাক্সি পরিষেবা ৷ আগামী ৩০ মে সন্ধে ৬টা পর্যন্ত এই নির্দেশিকা জারি ছিল। এবার তা বাড়ানো হয়েছে ১৫ জুন পর্যন্ত।
রাজ্যের নির্দেশিকা মোতাবেক আন্তঃ রাজ্য বাস, ট্রেন চলাচলও বন্ধ থাকবে ওই দিনপর্যন্ত ৷ জরুরি পরিষেবা ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও রাস্তায় বেরনোর ওপর কড়াকড়ি থাকবে ৷ রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরনো যাবে না ৷ যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকলেও চালু থাকছে পেট্রোল পাম্প।
সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত ব্যাঙ্ক পরিষেবা মিলবে। সমস্ত অনলাইন পরিষেবা চালু ৷ মুদি খানা, মাছ ও মাংসের দোকান পূর্বের নিয়মে খোলা থাকবে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত৷ তবে চা বাগানগুলির ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে। জুট মিলগুলি ৩০ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন উপস্থিত থাকতে পারবেন ৷ সৎকারের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জন জমায়েত করা যাবে।

