বহুতল নির্মাণে ক্ষতির আশঙ্কা করছেন সাহিত্যিকের পরিবার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ব্যারাকপুর স্টেশন রোড স্থিত প্রকৃতি প্রেমিক ও সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে তৈরি হচ্ছে বহুতল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিপিপি মডেলে তৈরি ওই বহুতল নির্মাণের ফলে সাহিত্যিকের বাড়ির ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। এমনকী পুরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ওই সাহিত্যিকের পরিবার। অন্যদিকে, ব্যারাকপুর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সবরকম সাহায্য করা হয়ে থাকে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পুর প্রশাসনের পক্ষ থেকেও।

