ganga and durgaEnviornment Others 

উৎসব -প্রতিমা নিরঞ্জন ও পরিবেশ ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গা মায়ের বোধন থেকে বিসর্জন সমাপন। দুর্গোৎসব সম্প্রীতির উৎসব হিসেবে রাজ্যে পালিত হল। এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিমা নিরঞ্জন-পর্ব চলছে। মহানগরীতে বর্ণাঢ্য কার্নিভালের আয়োজন। রাজ্যের বিভিন্ন জেলায় শারদ মহা-উৎসবকে সামনে রেখে শোভাযাত্রা চলছে। ইউনেস্কোর আন্তর্জাতিক সম্মান-প্রাপ্তি। প্রচার ও পুজোর গরিমা বৃদ্ধি করেছে। আগত লক্ষ্মীপুজো এইমুহূর্তে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির ইঙ্গিত।

অন্যদিকে প্রতিমা নিরঞ্জনের পর পরই গঙ্গা ও জেলার নদীগুলিতে দূষণের বিষয়টি চর্চায় চলে আসে। জল ও পরিবেশ নিয়ে সমালোচনা শোনা যায় বিভিন্ন মহলে। উৎসব শেষের পর দৃশ্যদূষণ নিয়ে ভাবনাটা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। পরিবেশ বিজ্ঞানী ও সচেতন মানুষের বক্তব্য,উৎসব শেষে বিসর্জনে গঙ্গা ও জেলার নদীগুলির জল যাতে দূষিত না হয় সেদিকে যেমন নজর রাখতে হবে তেমনি দৃশ্যদূষণ রুখতে প্রয়াস নিতে হবে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment