FIFA AND WOMEN FOOTBALLEROthers Sports 

মহিলা ফুটবলারদের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা ফিফা-র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফুটবল বিশ্ব নিয়ামক সংস্থা ফিফা এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ফিফা নতুন ঘোষণা করেছে ১৪ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পাবেন মহিলা ফুটবলাররা। এর মধ্যে সন্তান জন্মানোর পর ৮ সপ্তাহ ছুটি বাধ্যতামূলক। সূত্রের খবর, মার্তা,আদা হেগবর্গ, অ্যালেক্স মর্গ্যান, লুসি বিশ্বের সেরা মহিলা ফুটবলারদের তালিকায় রয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কেউ জয়ী হয়েছেন বিশ্বকাপ। কেউ পেয়েছেন ফিফার সেরা ফুটবলার সম্মান। আর্থিক দিকে পুরুষ ফুটবলারদের সঙ্গে তুলনা টানা যাবে না। বিশ্বে অসংখ্য মহিলার স্বপ্ন বাস্তব করার ক্ষেত্রে এইসব ফুটবলাররা প্রেরণা হতে পারে । ফুটবল বিশ্ব নিয়ামক সংস্থা ফিফা এই পদক্ষেপ নিয়েছে। ফিফার পরিচালনা পর্ষদ এই আইন চালু হওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করেছে। এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, মাতৃত্বকালীন ১৪ সপ্তাহের ছুটি পাবেন মহিলা ফুটবলাররা।
এক্ষেত্রে জানানো হয়েছে,এটা তাঁদের অধিকার। এর মধ্যে সন্তান জন্মানোর পর আট সপ্তাহ ছুটি বাধ্যতামূলক। এই সময় ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলাররা আর্থিক দিক দিয়ে যাতে সুরক্ষিত থাকেন সেটাও দেখা হবে। ছুটি শেষ হয়ে গেলেও সেই ফুটবলারের চিকিৎসার ভার বহন করতে হবে সংশ্লিষ্ট ক্লাবকে। মহিলা ফুটবলারটি সম্পূর্ণ ফিট হলে আবার তার চুক্তি পুনর্নবীকরণ করতে হবে ক্লাবকে। এ বিষয়ে ফুটবলাররা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে পারবেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানটিনো জানান,পুরুষ হোক বা মহিলা, মাঠে ফুটবলাররাই সম্পদ। ফুটবলারদের সুরক্ষিত ভবিষ্যৎ আমাদের দায়িত্ব। মানসিকভাবে ঠিক থাকলে তবেই একজন মাঠে নিজের সেরাটা উজাড় করে দিতে পারেন ।

Related posts

Leave a Comment