মৎস্যজীবীরা ভিন্ন পেশার খোঁজে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একদিকে সূর্য ডুবছে। অন্যদিকে মৎস্যজীবীরা ব্যস্ত মৎস্য শিকারে। নদীর স্বল্প জলে ঢলে পড়া সূর্য যেন রঙ ছড়িয়েছে। নদীর জোয়ার সরে গিয়ে এখন ভাঁটা। ছোট্ট ডিঙি নৌকাতে জাল মেলে মাছ ধরার কৌশল করছে মৎস্যজীবীরা। নদীতে মাছের আকাল। জাল-দড়ি শিকেয় তুলে অনেকেই এই পেশা বদলাচ্ছে। পূর্ব -পুরুষরা যে পেশাকে আঁকড়ে ধরে জীবন-জীবিকা চালিয়ে এসেছে, এখনকার মৎস্যজীবীরা ভিন্ন পেশার খোঁজে। উপার্জনের অন্য পথ খুঁজতে মরিয়া তাঁরা ……….।
এমনই একটি ছবি তুলে ধরা হল। ভালো লাগলে লাইক -কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।

